‘আজীবনের জন্য কষ্ট থেকে গেল’
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার ভেঙে প্রাইভেট কারের উপর পড়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় বেঁচে যান গাড়িতে থাকা নবদম্পতি মো. হৃদয় ও রিয়া মনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) উত্তরার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকাপ্রকাশ-কে ওই নবদম্পতি বলেন, আমরা কীভাবে বেঁচে গেলাম সেটা বলতে পারব না। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। কিন্তু মনের ভেতর সারা জীবনের জন্য একটু দুঃখ থেকে গেল। আজীবনের জন্য কষ্ট থেকে গেল। এ এক ভয়াবহ ট্রাজেডি।
মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে আশুলিয়ায় যাওয়ার পথে রিয়া মনির মামাতো ভাই মো. সুজনের মুঠোফোনে নবদম্পতির সঙ্গে কথা হয় ঢাকাপ্রকাশ-এর। এসময় তারা আরও বলেন, আমাদের মনের অবস্থা ভালো না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর উত্তরার জসিম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৫ জন নিহত হলেও বেঁচে যান গাড়িতে থাকা নবদম্পতি। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২) ও ফাহিমা (৪০)।
নিহতের আত্মীয় মামুন বলেন, গত শনিবার (১৩ আগস্ট) হৃদয় ও রিয়া মনির বিয়ে হয়। তাদের ও পরিবারের অন্যদের নিয়ে আশুলিয়ায় কনের বাড়িতে যাচ্ছিলেন সবাই।
কেএম/এসজি/