গার্ডার পড়ে নিহত রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রী!
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার প্রাইভেট কারের উপর পড়ে ৫ জন নিহত হন। তাদেরই একজন রুবেল। তার মরদেহ নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসেছেন ৭ নারী। প্রত্যেকের দাবি, রুবেল তার স্বামী।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে মর্গের সামনে এসে তারা এ দাবি করেন। হাসপাতালের মর্গের সামনে আত্মীয়স্বজনরা ভিড় জমিয়েছেন। আবার অনেকেই কান্নাকাটি করছেন।
এদিকে স্বজনদের সূত্র বলছে, রুবেলের স্ত্রীর সংখ্যা ৮। এর মধ্যে ৭ জন মর্গে এসেছেন মরদেহ নিতে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, এ নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। যারা লাশের দাবি করছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রমাণ আনতে বলা হয়েছে। সমাধান না হলে রুবেলের মরদেহ হাসপাতালে রাখা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের একটি গার্ডার চাপায় ৫ জনের মৃত্যু হয়। এতে পরিবারের কর্তা রুবেলও নিহত হন। তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
এসজি/