উত্তরা দুর্ঘটনায় বেঁচে গেলেন নবদম্পতি
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ভেঙে পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আর এ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন প্রাইভেট কারে থাকা নবদম্পতি।
নিহতরা হলেন-রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) জাকারিয়া (২) ও ফাহিমা (৪০)। নিহত অন্য জনের পরিচয় জানা যায়নি। আহত হৃদয় ও রিয়া মনিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া মনি নামের ২ জন, নবদম্পতি। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
নিহতের এক আত্মীয় মামুন বলেন, গেল শনিবার হৃদয় ও রিয়া মনির বিয়ে হয়। তাদের ও পরিবারের অন্যদের নিয়ে আশুলিয়ার কনে বাড়িতে যাচ্ছিলেন সবাই। তরা এক গাড়িতে ৭ জন ছিলেন এর মধ্যে ৫ জন মারা যান।
এদিকে পুলিশ বলছে, তারা জানতে পেরেছে গাড়িটি চালাচ্ছিলেন বর হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া। এ ছাড়া প্রাইভেট কারটিতে কনে রিয়ার একজন আত্মীয় ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কেএম/এমএমএ/