উত্তরা দুর্ঘটনা: ৩ সদস্যের তদন্ত কমিটি
উত্তরায় বিআরটি’র নির্মাণকাজের বক্স গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) এই কমিটি রাতের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট দেবে। এ তথ্য জানিয়েছেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম।
রাত ৮টার দিকে তিনি ঢাকাপ্রকাশ-কে জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খান এবং পুলিশের একজন সদস্য।
উত্তরায় গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন নিহত
এই কমিটি রাতের মধ্যে তদন্ত সম্পন্ন করে রাতেই রিপোর্ট দেবে। কী কারণে, কেন এই দুর্ঘটনা ঘটেছে, ক্রেনের কোনো যান্ত্রিক সমস্যা নাকি অন্য কোনো কারণে অর্থাৎ ক্রেন চালকের পরিবর্তন ঘটেছিল কি না সেটি খতিয়ে দেখবে।
উত্তরা দুর্ঘটনা: যা বললেন বিআরটি এমডি
উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উত্তরার জসিম উদ্দিন সড়কে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইনের নির্মাণকাজ চলার সময় ক্রেনে করে বক্স গার্ডার উপরে উঠানো হচ্ছিল। এসময় ক্রেন উল্টে রাস্তার উপরে একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়। এতে প্রাইভেট কারটি গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৫ আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনএইচবি/এসজি/