আইইবির দোয়া ও খাবার বিতরণ
লেখা ও ছবি : জনসংযোগ কর্মকর্তা, আইইবি।
বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একমাত্র জাতীয় সংগঠন ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’ সম্মানিত প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হুদার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এ তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পস্তবক অর্পণ করেছে।
এরপর আইইবি সদর দফতর-‘শহীদ প্রকৌশলী ভবন’, রমনা ঢাকা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও তার পরিবারের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবসের দোয়ার আয়োজন করেছেন তারা শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী, ছেলে, ছেলের বৌ, ছোট ভাই, গৃহ পরিচারক, নিরাপত্তা কমকতা, রক্ষী প্রমুখের রুহের মাগফিতার কামনা করে।
দোয়ায় অংশগ্রহণ করেছেন-ইঞ্জিনিয়ার নূরুল হুদা, মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, শাহাদাৎ হোসেন শীবলু, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী, মো. রনক আহসান, মোহাম্মদ আলমগীর, খান আতাউর রহমান সান্টু, মো. আবুল হোসেন, কাজী খায়রুল বাশার প্রমুখ।
আইইবি শহীদ প্রকৌশলী ভবন চত্বরে আইইবি দুঃস্থ ও গরীব মাদ্রাসা ছাত্র ও শিশুদের খাবার বিলিয়েছে।
ছবি সূত্র: বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আলপ্তগীন তুষার।
ওএফএস।