ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি চুরি: চালকের বিরুদ্ধে মামলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চুরির ঘটনায় এক ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ওই ট্রাকচালকের নাম বলতে চাননি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের দাবি, সে আমাদের একজন নিয়মিত স্থায়ী ড্রাইভার। বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে।
জানা যায়, গতকাল শনিবার (১৩ আগস্ট) রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ডাম্প ট্রাক চুরির ঘটনাটি ঘটে।
রবিবার (১৪ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। আপাতত আসামির নাম বলা যাচ্ছে না। এটি সিটি কর্পোরেশনের ব্যাপার। এজন্য তদন্ত শেষ না হলে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে মাতুয়াইলের বর্জ্য ব্যবস্থাপনা প্রধান নূরুজ্জামান বলেন, ডাম্প ট্রাকটিতে বর্জ্য নিয়ে চালক শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মাতুয়াইলে আসেন। এরপর বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত ৮টার দিকে ফের ডিউটিতে এসে দেখেন গাড়ি নেই।
তিনি বলেন, এরপরে আমাদের লোকজন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেছে যে রাত পৌনে ৮টার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। এ সময় চালকের মুখ বোঝা যায়নি।
মামলার আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, আসামি আমাদের একজন নিয়মিত স্থায়ী ড্রাইভার। নামটা এখন বলা যাচ্ছে না। পরে অফিসে গিয়ে বলতে হবে। তবে এ ঘটনার তদন্ত করছে পুলিশ। বিস্তারিত পরে বলা যাবে।
কেএম/এসআইএইচ