চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশে উত্তরা পশ্চিম থানা।
রবিবার (১৪ আগস্ট) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।
তিনি বলেন, তারা দুই নবজাতকের অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকিও দেন তারা।
আটককৃতরা হলেন-আলো হিজড়া, শারমীন হিজড়া, মিম হিজড়া ও রুমা হিজড়া।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি ভবনের এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। গত ১১ জুলাই অভিযুক্ত তৃতীয় লিঙ্গের সদস্যরা এসে ওই দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও বলেন, এই চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেন। একপর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এরপর পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কেএম/এমএমএ/