বাসে উঠলেই ১০ টাকা
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেড়েছে বাসের ভাড়াও। রাজধানীতে কিলোমিটার প্রতি ৪০ পয়সা বাড়নো হলেও কোনো কোনো রুটে তার চাইতে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। যার কাছ থেকে যেমন পারছে ভাড়া আদায় করছেন পরিবহনকর্মী। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ৮ টাকা এখন সেই ভাড়া হয়েছে ১০ টাকা। অর্থাৎ বাসে উঠলেই ১০ টাকা ভাড়া নিচ্ছেন বাস কন্ডাকটররা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর শিয়া মসজিদ-শ্যামলী এলাকা ঘুরে বাস ভাড়ার এ নৈরাজ্য লক্ষ্য করা গেছে। যে বাস যেভাবে পারছে ভাড়া আদায় করছে।
একইভাবে শ্যামলী থেকে ফার্মগেট ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। গুগল ম্যাপের হিসাব অনুযায়ী শ্যামলী থেকে ফার্মগেটের দূরত্ব ৫ কিলোমিটার। সরকার নির্ধারিত নতুন ভাড়া কিলোমিটার প্রতি ৪০ পয়সা বাড়তি ধরলে এই ৫ কিলোমিটারের ভাড়া বাড়তি হওয়ার কথা ২ টাকা সেখানে নিচ্ছে ৫ টাকা। অর্থাৎ যাত্রী প্রতি ৩ টাকা করে বেশি নিচ্ছে প্রতিটি বাস। এটা লোকাল বাসের চিত্র। সিটিং বাস বলে যেগুলো দাবি করে সেগুলো আরও ভয়াবহ।
কাওরানবাজার থেকে শ্যামলী নেমেছেন তুষার নামে এক যাত্রী। শ্যামলীতে তার সঙ্গে কথা হয়। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, আমার কাছ থেকে ১৫ টাকা ভাড়া নিয়েছে। বিকালে যখন অফিস থেকে কাওরানবাজার যাই ভাড়া নেয় ২০ টাকা। গতকাল আমার কাছ থেকে যখন ১৫ টাকা নিয়েছে তখন কন্ডাকটরকে জিজ্ঞেস করেছি দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়ার কথা ২ টাকা, তুমি নিচ্ছ ৫ টাকা। বেশি নেওয়ার কারণ কী? এর জবাব দিতে পারেনি। বলেছে আমাদের কাছে চার্ট নেই।
একই চিত্র অন্যান্য বাসেও। বৈশাখী বাসে শ্যামলী থেকে বনানী ভাড়া নিচ্ছে ৪৫ টাকা। বিআরটিসি শ্যামলী থেকে শাহবাগ ২০ টাকা। ঠিকানা পরিবহন শ্যামলী থেকে ফার্মগেট ১৫ টাকা।
আলিফ পরিবহন আগারগাঁও থেকে শিয়া মসজিদ ২০ টাকা। এভাবে যে বাস যেমন পারছে ভাড়া নিচ্ছে। বাসগুলো নতুন ভাড়া চার্ট নেই। ফলে যাত্রীদের এক প্রকার জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
ঠিকানা পরিবহনের কন্ডাকটর জহির বাড়তি ভাড়া বিষয়ে ঢাকাপ্রকাশকে বলেন, আমাদের চার্ট নেই। তাই যাত্রীদের কাছে সঠিকভাবে বলতে পারছি না। তেলের দাম বাড়ছে তাই একটু বেশি ভাড়া নিচ্ছি। যেখানে ১০ টাকা ছিল সেখানে ১৫ টাকা নিচ্ছি। অনেক যাত্রী দিতে চায় না। প্রতিদিন বাস ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ক্যাচাল হচ্ছে।
শ্যামলী থেকে শিয়া মসজিদ আধা কিলোমিটার দূরত্ব। এই রুটে চলাচলকারী আলিফ পরিবহন, ভূইয়া পরিবহন যাত্রী উঠে নামলেই ১০ টাকা নিচ্ছে। শ্যামলী থেকে শম্পা মার্কেট দূরত্ব মাত্র কয়েক গজ তাতেও ভাড়া নিচ্ছে ১০ টাকা।
এই রাস্তায় নিয়মিত চলাচল করেন রাসেল। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, বাসে উঠলেই ১০ টাকা নিচ্ছে, সেটা যদি এক গজ দূরেও নামি। এটা নৈরাজ্য ছাড়া কিছু না। প্রতিদিন বাস ভাড়ায় যে টাকা যাচ্ছে তাতে সংসার চালানো কষ্টদায়ক। এগুলো দেখার কি কেউ নেই?
এসএম/এসএন