ইন্টার্ন ডা. সাজ্জাদকে হামলার ঘটনায় মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার ঘটনায় জড়িতের শাস্তির দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
বুধবার (১০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
এ সময় ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার ঘটনার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, শুধু ডা. সাজ্জাদ নয় অনেকের সঙ্গেই এ রকম ঘটনা ঘটে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করেছি। তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আমরা চাই আজকের মধ্যেই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে আগামীকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।
ইপিচ সদস্য জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, আমরা বলেছি, আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনেন। তা না হলে ইন্টার্ন চিকিৎসক পরিষদ তাদের পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।
কেএম/এমএমএ/