রাজধানীতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুর পূর্ব কাফরুল থেকে রিভলবার, গুলি ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম ওমর আলী শিশির (২৮)। তার বাড়ি রাজধানী বাড্ডা থানা এলাকায়।
পুলিশ জানায়, কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭ এ অবস্থিত ব্রাদারস ইঞ্জিয়ারিং ওয়ার্কস এর সামনের পাকা রাস্তার উপর থেকে একটি ৬ চেম্বার বিশিষ্ট লোহার তৈরি রিভলবার, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ডিউটিকালীন পুলিশ গ্রেপ্তারকৃত আসামের কথা জানতে পারে। এরপর এস আই তারেক আহম্মেদ, এস আই সোহেবুর রহমান, এএসআই মারুফ হোসেন, এএসআই বাকীর হোসেন, কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭ এ অবস্থিত ব্রাদারস ইন্জিয়ারিং ওয়ার্কস এর সামনে একজন অস্ত্রধারী মাদক ব্যাবসায়ী অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে মো. ওমর আলী শিশির (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ৬ চেম্বার বিশিষ্ট লোহার তৈরি রিভলবার, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা।
গ্রেপ্তারকৃত আসামী সম্পর্কে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয় এবং তার অপরাধের জন্য আদালতের রিমান্ড চাওয়া হয়।
কেএম/আরএ/