কামারপাড়ার অগ্নিকাণ্ড, দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় চারজনের মৃত্যু হয়। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুম আলী (৩৫) নামে আরেকজন মারা যান।
কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৮ জন দগ্ধ হন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হলো।চিকিৎসকের বরাত দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ভাঙারির দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৮
তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি জানান, তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও আশাম্কাজনক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিলেন। মাসুম আলীকে নিয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এএজেড