তেজগাঁও জোনের ডিসির দায়িত্ব পেলেন আজিমুল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম আজিমুল হক।
রোববার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে পদায়নের পর সোমবার (৮ আগস্ট) তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।
ওই আদেশে বলা হয়-গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক (সেবা) কে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে এইচ এম আজিমুল হক বলেন, ‘কমিশনার স্যার আমাকে পদায়ন করেছেন। কমিশনার স্যারসহ সকল সম্মানিত স্যারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
এইচ এম আজিমুল হক ২৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে মনোনীত হয়ে বাগেরহাট সরকারি কর্মজীবন শুরু করেন। পরে ২৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ২০০৬ সালের ২১ আগস্ট যোগ দেন পুলিশের এএসপি হিসেবে। পুলিশে কর্মজীবন শুরু হয় ভোলা জেলা থেকে।
২০২০ সালের ২০ জুন গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এইচ এম আজিমুল হক।
কেএম/এমএমএ/