রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় শামীম আহমেদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।
শামীম ময়মনসিংহের ধোবাউরা উপজেলার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। শিশুটির মা তাসলিমা আক্তার অন্যের বাসায় কাজ করেন। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত শামীম।
শামীমের প্রতিবেশী খালা মরিয়ম বেগম জানান, তারা মগবাজার ওয়্যারলেস গেট পোড়া বস্তিতে থাকেন। দুপুরে ওয়্যারলেস গেটের ডাক্তার গলিতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল সে। খেলার এক ফাঁকে দৌঁড়ে ডাক্তার গলির মুখে রেললাইনে চলে যায় শামীম। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তেজগাঁও গামী ট্রেনটি চলে আসে এবং ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে লাইনের একপাশে পড়ে যায় সে। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় শামীম।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টিটি/