রাজধানীতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় মো. ইমরান খান (৩৪) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাশেম পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে হাশেম পেট্রল পাম্পের সামনে একটি লেগুনা ইমরানকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইমরানকে ঢামেকে নিয়ে আসা শাহজাহান জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন ইমরান। রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সোটকালী নগর গ্রামের মোনসের খানের ছেলে। পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মুজাহিদ নগর এলাকায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসজি/