তুরাগে বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু
রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভাঙারি ও রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ মো. আলম মিয়া (২৩) ও গ্যারেজ মালিক গাজী মাজাহারুল ইসলাম (৪৮) চিকিৎসাধীন অবস্হায় মারা গেছেন।
শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় আলম এবং রাত পৌনে ২টায় মাজাহারুল মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, তুরাগ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আটজন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে মো. আলম ও মাজাহারুল নামে দুইজন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলমের শরীরের ৭০ শতাংশ এবং মাজাহারুলের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনও ছয়জন চিকিৎসাধীন আছেন। তারাও আশঙ্কামুক্ত নয়।
শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসা হয়।
এসএন