পরিবহন সংকট, সায়দাবাদে যাত্রীদের ভোগান্তির চিত্র
রাজধানীতে পরিবহন সংকট থাকায় গাড়ির পেছনে দৌঁড়েও যাত্রীরা তাদের গন্তব্যের যানবহনে উঠতে পারছে না। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এ পরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সাধারণ মানুষের অভিযোগ, রাস্তায় যানবাহন কম থাকায় গন্তব্যে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। কিছু কিছু যাত্রীরা পরিবহনে উঠার জন্য বাসের পেছনে দৌড়ালেও অনেকেই ব্যর্থ হচ্ছেন। দেখা গেছে যে সমস্ত পরিবহন রাস্তায় চলাচল করছে তার অধিকাংশতেই আগে থেকে যাত্রীরা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে।
শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে পুলিশ বক্সের সামনে চলাচলরত যাত্রীদের ভোগান্তির চিত্র ছিল চোখে পড়ার মতো। এসময় অপেক্ষমান যাত্রীরা বিভিন্ন অভিযোগ করেন।
সায়দাবাদ চৌরাস্তা মোড়ে কথা হয় টঙ্গী আব্দুল্লাহপুরের যাত্রী সবুজ হোসেনের সঙ্গে। তিনি বলেন, কয়েকটা গাড়ির পেছনে দৌড়ঝাঁপ করেও উঠতে পারিনি। প্রতিটা গাড়িতে প্রচণ্ড ভিড় লেগে আছে। হেলপাররা নিষেধ করছে তারপরও অনেক যাত্রী চাপাচাপি করে গাড়িতে উঠে যাচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গাড়িতে উঠতে পারিনি।
এসব বিষয়ে কথা হয় টঙ্গী আব্দুল্লাহপুরের যাত্রী লিমন হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন কমবেশি আমি চলাফেরা করি। কিন্তু আজ টঙ্গী যাওয়ার জন্য তেমন কোনো গাড়ি পাচ্ছি না। কয়েকটি তুরাগ পরিবহন সকাল থেকে ছেড়ে গেছে কিন্তু তারা অতিরিক্ত ভাড়ার দাবি করছে। এ জন্য আমি ওই পরিবহনে উঠিনি। দেরি হোক তারপরও বেশি ভাড়া দিয়ে চলাচল করব না।
দীর্ঘ সময় ধরে সায়দাবাদ চৌরাস্তা মোড়ে অবস্থান করছে উত্তরার যাত্রী লাবনী আক্তার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তেলের দাম বেড়েছে আর আমাদের ভোগান্তি শুরু হয়েছে। তিনি বলেন, দুপুর ১২টা থেকে এ পর্যন্ত আমার বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, এখনও গাড়িতে উঠতে পারিনি।
গাবতলীর যাত্রী ওয়াসিম চক্রবর্তীর বলেন, গাবতলী রোডের তেমন কোনো গাড়ি পাচ্ছি না। প্রায় ৪০ মিনিট হলো গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন উঠতে পারি।
বলাকা পরিবহনের যাত্রী রায়হান হোসেন বলেন, একদিকে পরিবহনের সংকট অন্যদিকে তেলের দাম বৃদ্ধ। নারায়ণগঞ্জ থেকে সায়দাবাদ চৌরাস্তা মোড়ে এসেছি অতিরিক্ত ভাড়া দিয়ে। এখন গাজীপুর যাব পরিবহন মিলছে কম। তিনি বলেন, 'তেলের দাম বাড়ানো এটা অনৈতিক, মানুষ এখন সরকারের কাছে জিম্মি।'
সায়দাবাদ বাস স্ট্যান্ডে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. নাসির বলেন, আজ সকাল থেকেই কিছুটা পরিবহন সংকট দেখা গেছে। তবে প্রাইভেটকারের সংখ্যা বেশি মনে হচ্ছে। অনেক মানুষ সকাল থেকে গাড়িতে উঠতে পারছে না। আমরা তাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তিনি বলেন, পরিবহন চালক ও হেলপাররা আমাদের বলছে যাত্রী যেই হোক ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তারপরও অনেক যাত্রী গাড়িতে উঠতে পারছে না।
সায়দাবাদ চোরাস্তা মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের আরেক সার্জেন্ট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাধারণ মানুষ পরিবহন সংকটে আজ ভোগান্তিতে পড়েছে। তবে আমরা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অনেক যাত্রীদের অবস্থা খারাপ দেখে গাড়ি দাঁড় করিয়ে বৃদ্ধ যাত্রী ও মহিলাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
কেএম/টিটি