চাপ বেড়েছে রাইড শেয়ারিং-এ, বেড়েছে ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ায় অজুহাতে বাড়তি বাড়া হাকাচ্ছে রাজধানীর রাইড শেয়ারিং মোটরসাইকেলচালকেরা। একদিকে সড়কে বাস কম অন্যদিকে সিএনজি চালিত অটোরিকসাও পাওয়া যাচ্ছে না। এ সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছে রাইড শেয়ারগুলো।
রাজধানীর বিভিন্ন জায়গায় ৫০ থেকে ১০০ টাকা, এমনকি দ্বিগুণেরও বেশি ভাড়া গুণে যাতায়াত করতে হচ্ছে। রাইড শেয়ারিং-এর চালকদের দাবি তেলের দাম বেড়েছে বাড়তি ভাড়া না নিয়ে আমরা কী করবো।
সবচেয়ে বেশি ভাড়া নিচ্ছে মিরপুর এলাকার রাইড শেয়ারিং-এর মোটরসাইকেলগুলো। কেউ কেউ দ্বিগুণের বেশি ভাড়া চাচ্ছেন। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকেই প্রস্তুতি ছাড়া ঘর থেকে বেড়িয়ে বিপাকে পড়েছেন। পকেটে বাড়তি ভাড়া না থাকায় তারা রাইডশেয়ারএ করে গন্তব্যে যেতে পারছেন না।
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, উত্তরা, রামপুরা এলাকাগুলোতে চলাচলকারী রাইডশেয়ারগুলো ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া চাচ্ছেন। এছাড়া অনেক রাইড শেয়ারগুলো অল্প দূরত্বে যেতে চাচ্ছেন না।
এদিকে বাস্তায় বাস কম থাকায় অনেকে ছুটছে রাইড শেয়ারগুলোতে। কিন্তু রাইড এর তুলনায় যাত্রী বেশি হওয়ায় সেটাও কোনো কোনো স্থানে পাওয়া যাচ্ছে না। এতে হুড়োহুড়ি করতে দেখা গেছে রামপুরা ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীদের।