জ্বালানি তেলের দাম বাড়ায় রাস্তায় কমেছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় চলাচলরত মানুষকে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাজধানীর মহাখালী, সায়েদাবাদ, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট ঘুরে মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মহাখালী তিতুমীর কলেজের সামনে কথা হয় রুবিনা আক্তারের সঙ্গে। এসময় তিনি বলেন, আমি কলেজের সামনে প্রতিদিন প্রাইভেট পড়তে আসে গাড়ি না পেয়ে বাড্ডা থেকে আজ মহাখালী পর্যন্ত হেঁটে এসেছি।
মতিঝিল শাপলা চত্বর ঘুরে দেখা গেছে পরিবহনের ব্যাপক সংকট রয়েছে। এসময় কথা উত্তরার যাত্রী মামুন হোসাইনের সঙ্গে তিনি বলেন, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছি। রাস্তায় গাড়ির সংকট তেলের দাম বাড়ানোর কারণে গাড়ির সংকট তৈরি হয়েছে, আর আমাদের ভোগান্তি বেড়েছে।
আজিমপুর বাস স্ট্যান্ড এ কথা হয় ভিআইপি ২৭ পরিবহনের যাত্রী। ফয়সাল আহমেদের সঙ্গে। এ সময় তিনি বলেন, আমি উত্তরায় যাবো এখন গাড়ি পাচ্ছি না প্রায় দু ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। তিনি বলেন, তাছাড়া পকেটে বেশি টাকা নাই। সিএনজি অথবা পাঠাও করে গেলে অনেক খরচ আসবে। আমার যাওয়ার ক্যাপাসিটি নাই। এজন্য গাড়ির জন্য দাঁড়িয়ে আছি।
রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা ব্রিজ এলাকায় দেখা গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। তাই বেশিরভাগ বাসে কেউ উঠতে পারছেন না রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ।
ঢাকার বাইরের অন্য জেলাগুলোতেও পরিবহন সংকটের খবর পাওয়া গেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ (শনিবার) সকাল থেকে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক সমিতি।
তারা জানিয়েছে, জ্বালানির দামের সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি চলবে না। একই কারণ দেখিয়ে অনেক আন্তঃজেলা পরিবহনও রাস্তায় নামছে না।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।