কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ৫ ডাকাত গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। বুধবার (৩ আগস্ট) ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ সব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তাররা হলেন— সাগর শেখ ওরফে রবিউল, নজির ইসলাম খান ওরফে নজির, রুবেল, শাহীন মোল্লা ওরফে দাদন মোল্লা ও রাশেদ। আসামিদের কাছ থেকে তিনটি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে।
পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, বলেন, শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তুজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কতিপয় লোকজন ডাকাতি করার উদ্দেশে সমবেত হয় এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে এসে এক অভিযান চালান হয়। এরপর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/আরএ/