সায়েন্সল্যাবে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।
আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কলেজের শিক্ষার্থী আবু রাশেদ ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. হৃদয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে এবং বাসের মধ্যে শিক্ষার্থীদের লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি ধর্ষণের ঘটনাও ঘটছে। এসব অপরাধের প্রতিবাদে আমরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছি।
এসময় শিক্ষার্থীরা জানান, আমরা নিরাপদ সড়ক চাই। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব।
এ সময় আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব, রাসেল, সুজন, জাহাঙ্গীর ও মোহাম্মদ হোসেন বলেন, রাস্তায় বাসচালকদের আচার-আচরণ খুবই খারাপ। আমরা যারা ছাত্র তারা একটু ভাড়া কম দিলে আমাদের বিভিন্ন হুমকি দেয়, ইভটিজিং করে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে আন্দোলন করছি।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, কিছুক্ষণ হলো শিক্ষার্থীরা সড়কে আন্দোলন করছে। শিক্ষার্থীদের এ আন্দোলনকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের সদস্যরা কাজ করছে।
কেএম/এসএন