রাজধানীর কামরাঙ্গীরচরে পানিতে ডুবে তরুণের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হৃদয় হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকার পাশে নদীতে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকালে মৃত ঘোষণা করেন।
হৃদযয়ের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্দ্রীপুর গ্রামে। তার বাবার নাম সোহেল হোসেন। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল হৃদয়।কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত এবং কোম্পানিঘাট এলাকায় মেটাডোর কোম্পানিতে চাকরি করত।
হাসপাতালে হৃদয়ের বন্ধু মো. ইব্রাহিম জানান, বেলা ৩টার দিকে হৃদয় তাকে বুড়িগঙ্গা নদীতে গোসল করার জন্য ডাকতে যায়। তবে তিনি যাননি। এর কিছুক্ষণ পরই শুনতে পান, গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেছেন হৃদয়, তাকে পাওয়া যাচ্ছে না। পরে ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে নদীতে খোঁজাখুঁজি করা হয়।
খবর পেয়ে তার পরিবারের লোকজনও সেখানে আসেন। এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসান ও মুন্না নামে দুই বন্ধুও হৃদয়ের সঙ্গে গোসল করতে নেমেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমএমএ/