হারানো ফোন ফিরে পাননি ছিনতাইকারী ধরিয়ে দেওয়া পারিসা
কাওরানবাজারে ছিনতাইকারীকে ধরে বুকের উপর চেপে বসে আছেন পারিশা আক্তার। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে অনেকের। এই ঘটনায় প্রশংসায় ভাসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পারিসা আক্তার। সাহসী নারী তকমা পেলেও এখনো হারানো ফোন ফিরে পাননি পারিসা।
তবে পারিশার ফোন উদ্ধারের ব্যাপারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।
তিনি বলেন, ফোনটি বন্ধ থাকায় এখন উদ্ধার করতে পারছি না। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে ফোন হারিয়ে বিপাকে পড়েছেন পারিসা। হারানো ফোনে রয়েছে তার থিসিস গবেষণার নানান কাগজপত্র। গত বুধবার ছিল তার গবেষণা জমা দেওয়ার শেষ দিন।
পারিসা আক্তার বলেন, আমার ফোনে বিগত ছয় মাসের জমা করা সফটকপি ছিল। গুগল ও মেইল লগইন করে কিছু তথ্য পেয়েছি। গত দুই দিনে এসব কাগজপত্রের জন্য ভালোভাবে ঘুমাতে পারিনি। তবুও অনেকটা গুছিয়েছি। এব্যাপারে বিভাগের শিক্ষকরাও সাহায্য করেছেন।
তবে এখনো ফোন ফিরে না পাওয়ায় ক্ষোভ জানান পারিশা। দ্রুত তার ফোনটি ফিরে পাওয়ার দাবি জানান তিনি।
ঘটনাক্রমে জানা যায়, রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিরপুর থেকে বাসে পুরান ঢাকায় যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। তাৎক্ষণিক তিনি বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেও ধরতে পারেননি। এরই মাঝে ওই শিক্ষার্থী ঘটতে দেখেন আরেক ছিনতাইয়ের ঘটনা। এক নারীর ব্যাগ নিয়ে পালাচ্ছিল আরেক ছিনতাইকারী। হাতেনাতে তাকে ধরে ফেলেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে দুই ছিনতাইকারীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি তেজগাঁও থানায় জিডি করেন এবং গত রবিবার তিনি মামলা করেন।
এসএন