রাজধানীতে পুলিশের রেকার চাপায় স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় মাহাতাব উদ্দিন তাসিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত তাসিন দশম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই স্কুলছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা নূর হোসেন নামে এক ব্যক্তি জানান, স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকারের চাপায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তার বাবার নাম মো. আব্দুর রশিদ। তার পরিবার রাজধানীর ওয়ারীর একটি বাসায় ভাড়া থাকে। ওই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
এএইচ/এসজি/