‘ঘর থেকে বের হলেই শুরু হয় যানজট’
রাজধানীর বিভিন্ন সড়কের অলিতে গলিতে ব্যাপক যানজট দেখা গেছে। আর এ যানজটে পড়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কর্মজীবী ও পথচারীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে ব্যাপক যানজট তৈরি হয় এবং তা রাত পর্যন্ত থাকে।
বুধবার (২৭ জুলাই) সকাল থেকেই রাজধনীর বিভিন্ন এলাকা ঘুরে এসব যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো। বেশ কিছু সড়কে ছিল অসহনীয় যানজট।
সবচেয়ে বেশি যানজট দেখা গেছে, রাজধানীর, উত্তরা, মহাখালী, গুলশান, বনানী রোড়, প্রেস ক্লাব, বাংলামটর, কারওয়ান বাজার, শাহবাগ মোড়, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, বাড্ডাসহ বিভিন্ন সড়কে।
ট্রাফিক বলছে, যানজট নিরসনে আমরা কাজ করছি কিন্তু বেশ কিছু রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেট্রোরেলের কাজ চলার কারণে অতিরিক্ত যানজট দেখা দিচ্ছে। এ ছাড়া কিছু রাস্তার প্রস্থ কমে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, একদিকে গরম, অন্যদিকে ব্যাপক যানজট। সব মিলিয়ে নাকাল অবস্থা আমাদের।
প্রেস ক্লাব মোড়ে কথা হয় বাসের যাত্রী সবুজের সঙ্গে। এ সময় তিনি বলেন, দিন যত যাচ্ছে, যানজটের সমস্যা ততই বাড়ছে। শেষ হবে কবে?
শাহবাগ মোড়ে কথা হয় উত্তরার যাত্রী মঞ্জুর সঙ্গে। তিনি বলেন, দিন যতই যাচ্ছে যানজটের পরিমাণ ততই বাড়ছে। বেশ কিছু উড়াল সেতু হয়েছে এরপরও যানজট কমেনি, যানজট বেড়েই চলছে।
কারওয়ানবাজারে কথা হয় মিরপুরগামী যাত্রী আনিসুল ইসলামের সঙ্গে। এসময় তিনি বলেন, রাস্তায় কোনোভাবে চলাচল করা যাচ্ছে না, প্রতিদিন যানজটে পড়তে হচ্ছে।
গুলিস্তান মোড়ে কথা হয় মিরপুরগামী যাত্রী হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, যানজটে পড়ে আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি, যা দেখার কেউ নেয়।
বাংলামোটরে যানজটে আটকে থাকা জয়নাল আবেদীন ক্ষোভের সঙ্গে বলেন, ঢাকা শহরের যানজট কখনো যাবে না। কষ্ট আর ভোগান্তি নিয়েই আমাদের চলাচল করতে হবে।
উত্তরার যাত্রী আহাদ বলেন, প্রতিদিন বাসা থেকে বের হয়ে যানজটের সঙ্গে যুদ্ধ করতে হয় আমাদের যা দেখার কেউ নেই।
নিউমার্কেট মোড়ে কথা হয় বিকাশ পরিবহনের চালক গোলাম লালের সঙ্গে। তিনি বলেন, সারাদিন যানজট আর যানজট। যানজটের কারণে আমাদের ট্রিপ কম হয়, আয়-রোজগারও কম হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, যানজট নিরসনে সবসময় আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু একেবারে রাজধানীতে যানজটমুক্ত করা সম্ভব নয়, কারণ নতুন কিছু পরিকল্পনা না করলে যানজট থেকেই যাবে।
কেএম/এসএন