ঢামেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী। ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে গিয়ে অনেক রোগীর দেখা পাওয়া গেছে। ঢামেক কর্তৃপক্ষ বলছে, হঠাৎ এ রোগের সংখ্যা বেড়ে গেছে।
সোমবার (২৫ জুলাই) ঢাকা মেডেকেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগীরা ভর্তি হয়েছেন। ঢামেকের ওয়ার্ডগুলোতে ধারণক্ষমতার বাইরেও রোগী ভর্তি থাকায় অনেকেই সেসব রোগীদের মধ্যেই ডেঙ্গু রোগীদের ভর্তি করা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেকের নতুন ভবনের ২০৭ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মালিবাগ থেকে শ্যামল কুমার রায়। তিনি বলেন, আজ পাঁচ দিন হলো হাসপাতালে ভর্তি আছি। এখনও সুস্থ্য হইনি। ডাক্তার মুরাদ স্যার আমাকে দেখছেন। তিনি বলেছেন, আরও দু-একদিন হাসপাতালে থাকা লাগবে। তবে আগের থেকে ভালো আছি।
লালবাগ থেকে আসা ডেঙ্গুতে আক্রান্ত রাজিয়া বেগম ঢামেকের পুরাতন ভবনের ১০৬ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, আগের চেয়ে এখন ভালো আছি। ডাক্তার বলেছেন, আগামীকাল আমাকে ছাড়পত্র দিবেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই দিন ধরে ঢামেকের ২০৭ নং ওয়ার্ড চিকিৎসা নিচ্ছেন কাজী রফিক উদ্দিন। তার বাসা মহাখালীর কড়াইল বস্তিতে। তিনি বলেন, কবে যে ডেঙ্গুতে আক্রান্ত হলাম নিজেই বুঝতে পারলাম না। একাধারে ১৫ দিন ধরে জ্বর। প্রথমে মহাখালী একটি বেসরকারি হাসপাতালে ডা. সারমিন জাহানকে দেখানোর পর তিনি আমাকে ডেঙ্গু পরীক্ষা করতে বলেন, এরপর আমার ডেঙ্গু ধরা পড়ে।
এদিকে ঢাকা মেডিকেলের পুরাতন ও নতুন ভবনের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে দেখা গেছে, এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে এ বিষয়ে ঢাকা মেডিকেলের ডেঙ্গু বিভাগের ওয়ার্ড মাস্টাররা বলেছেন, ঢামেকে হাসপাতালে নতুন ভবনের বিভিন্ন ওয়ার্ডে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ মো. রিয়াজ বলেন, সোমবার (২৫ জুলাই) পর্যন্ত হাসপাতালের সাত থেকে আটটা ওয়ার্ডে প্রায় ৫০-৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তিনি বলেন, এখন মনে হচ্ছে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাছাড়া এখন ডেঙ্গুর সিজন পড়েছে বলে মনে হচ্ছে।
ঢামেক হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক মো. রায়হান বলেন, ২০৭ নাম্বার ওয়ার্ডে রোগীর মোট আসন সংখ্যা ২০-২২, কিন্তু সেখানে ভর্তি রয়েছেন ৪০-৫০ জনেরও বেশি। বাইরেও অনেক রোগী রয়েছেন। এর মধ্যে বেশ কিছু ডেঙ্গু রোগীও ভর্তি আছে। আমরা ডেঙ্গু রোগীদের আলাদা ভাবে চিকিৎসা দিচ্ছি।
কর্তব্যরত আরেক ইন্টার্ন চিকিৎসক (২০৬ ও ২০৮ নং ওয়ার্ড) ডা. জুনায়েদ বলেন, এমনিতেই আমাদের এখানে ধারণক্ষমতার কয়েকগুন বেশি রোগী ভর্তি হন। এরমধ্যে আবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. মোহাম্মাদ মুরাদ হোসেন বলেন, ঢামেকে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু রোগীর আসছে। কেউ দুই-এক দিন থেকে সুস্থ্য হয়ে বাসায় চলে যাচ্ছেন, আবার কেউ হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিহ্নিত করে তাদের আলাদা ভাবে সাধ্য মতো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।
এনএইচবি/এএস