রাজধানীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩৩ কেজি গাঁজাসহ একজন ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে, সীমান্তবর্তী জেলা হতে একটি গাড়ীতে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হস্তান্তরের জন্য নিয়ে আসছে।
ওই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র্যাব-২ এর একটি দল সোমবার (২৫ জুলাই) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি বাস তল্লাশীকালে গাড়ীতে থাকা মো. সাগরকে র্যাব-২ আটক করে।
এএসপি ফজলুল হক বলেন, আটককৃত আসামিকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে গাড়িতে গাঁজা (মাদক) আছে বলে স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে বাসের ছাদের উপরে ফার্নিচারের ভেতরে কাঠের বাক্সের মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ৩৩ কেজি গাঁজা পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য নয় লক্ষ নব্বই হাজার টাকা, মাদক বিক্রির নগদ ৮,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
কেএম/এমএমএ/