ওয়াজ মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, হলি আর্টিজান হামলার পর আমাদের দেশে থাকা দূতাবাসগুলোকে পরিবার ছাড়া অ্যাম্বাসি ঘোষণা করা হলো। এরপর প্রতি সপ্তাহে ঘোষণা আসতে থাকল বাংলাদেশে কারা কারা আসতে পারবে না। তখন অনেক দেশ কার্গো বন্ধ করে দিয়েছিল।
এসময় তিনি বলেন, যারা ওয়াজ মাহফিল করেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন- তা আমার বোধগম্য নয়।
তিনি বলেন, যদি না আমরা দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মিডিয়ার মাধ্যমে বিষয়টি হ্যান্ডেল করতে না পারতাম তাহলে অনেক ক্ষতি হয়ে যেত। যারা ইসলামি চিন্তাবিদ ও মাঠে মাঠে যারা ওয়াজ মাহফিল করেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না।
রোববার (২৪ জুলাই) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায়, এখানে কোনো সেন্সর নেই। অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই।
তিনি বলেন, অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে।
আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে। কারণ বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।
কেএম/এসএন