নানা পেশার আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৭
কেউ মুদি দোকানি, কেউ ইলেকট্রিশিয়ান আবার কেউ বাসের সুপারভাইজার- এমন নানা পেশার সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার
(২২ জুলাই) ও শনিবার (২৩ জুলাই) ঢাকা ও ফতুল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তারা দীর্ঘদিন ধরে নানা পেশার আড়ালে ইয়াবা ও আইসের কারবার করত।
এ ব্যাপারে শনিবার (২৩ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক (ডিডি) মো. রাশেদুজ্জামান জানান, কিছু ব্যক্তি ঢাকা ও ফতুল্লায় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে বলে তথ্য পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ও আইস সংগ্রহ করে ঢাকা ও ফতুল্লায় বিক্রি করত। প্রযুক্তির সহায়তায় তাদের উপর নজরদারি করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কেএম/এসআইএইচ