সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে মো. সাগর নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও কলের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করত সে। এ ছাড়াও সে বিশিষ্টজনদের টার্গেট করে কাজ করত। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, আসামির নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে আইডি খুলে সমাজের বিশিষ্টজন ও উচ্চ শ্রেণির লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হতো। এরপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর শুরু হতো সু-সম্পর্ক গড়ে তোলা। এক পর্যায়ে মেসেঞ্জারে পর্নো বিষয়ক বিভিন্ন কথাবার্তা ও ছবি পাঠিয়ে আকৃষ্ট করতেন সাগর। এরপর তাদের সঙ্গে মেসেঞ্জারে ভিডিও চ্যাটের মাধ্যমে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে সেগুলো রেকর্ড করা হতো। পরবর্তী সময়ে হুমকি দিয়ে টাকা আদায় করতেন তিনি।
পুলিশ বলছে, এমন অভিযোগের ভিত্তিতে সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এডিসি।
কেএম/এসআইএইচ