রেল পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, প্লাটফর্মেই অবস্থান রনির
কমলাপুর রেলস্টেশনে ঢুকতে গিয়ে রেলওয়ে পুলিশের সঙ্গে মহিউদ্দিন রনি ও তার সঙ্গীদের ধাক্কাধাক্কি হয়েছে। ফলে প্ল্যাটফর্মে প্রবেশের ফটকের সামনেই অবস্থান নিয়েছেন মহিউদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবি দিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন। দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দিলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস পাননি। এ কারণে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রনি।
৬ দফা দাবিতে ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনে টানা অবস্থান নিয়েছেন মহিউদ্দিন রনি। কর্তৃপক্ষের আশ্বাস না পেয়ে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে প্লাটফর্মের সামনে সহযোগীদের নিয়ে অবস্থান নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মহিউদ্দিন রনি বলেন, ভোক্তা অধিকার একটা রায় দিয়েছে। কিন্তু টেকসই সমাধান দরকার। সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ আশ্বাস দেয়নি।
প্রসঙ্গত, মহিউদ্দিন রনির দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রেলের ই-টিকিটিংয়ের দায়িত্বপ্রাপ্ত সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর।
আরইউ/এমএমএ/