টানা দাবদাহের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি
অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। ফলে গত কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলল।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায় অঝোরে বৃষ্টি হচ্ছিল।
আষাঢ় মাসের প্রায় পুরোটা সময় বৃষ্টি ছাড়াই পার হয়েছে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও সেট আশানুরূপ ছিল না। শ্রাবণ মাস শুরু হাওয়ার পরও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে নগরীতে এক পশলা বৃষ্টি হলেও গরম খুব একটা কমেনি। বৃষ্টির ভরা মৌসুম শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা না পেয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য নফল নামাজ ও বিশেষ দোয়া হয়েছে গত কয়েকদিনে। তারপরও প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলছিল না।
তীব্র তাপদাহে গত কয়েকদিন সারাদেশ জুড়ে মানুষ ছিলেন অস্বস্তিতে। আবহাওয়া অধিদপ্তর বলছিল, দু'এক দিনের মধ্যে বৃষ্টি হবে। কিন্তু তাপদাহ আহামরি কোনো পরিবর্তন হবে না।
এদিকে তীব্র দাবদাহ ও গরমে জনজীবন অতিষ্ঠ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ফসলি জমিতে ফাটল ধরে। কৃষকরা রীতিমত অসহায় হয়ে পড়েন।
বর্ষার ভরা মৌসুমে আষাঢ়-শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না পেয়ে মানুষের মধ্যে বিশেষ করে কৃষকদের মধ্যে হতাশা দেখা দেয়।
এনএইচবি/আরএ/