মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার ( ১৬ জুলাই ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ)
শিক্ষার্থী আবদুল্লাহ মারা গিয়েছে এ তথ্য আমরাও জেনেছি। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তার পরিবার যদি চায় তাহলে ক্যাম্পাসে তার জানাজার ব্যবস্থা করা হবে।
সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তাৎক্ষণিক সেখানে যান এবং তিনি বলেন, ‘তার পরিবার চাইছে না ময়নাতদন্ত করতে। তবে যদি ময়নাতদন্ত করলে একদিন সময় লাগবে। অন্যথায় আজ রাতের মধ্যেই তার পরিবার মরদেহ নিয়ে যেতে পারবেন। তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।’
চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক জানান, বাইক দুর্ঘটনায় তিনি মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হন। এতে অক্সিজেন লেভেল কমে গেলে তিনি অক্সিজেন গ্রহণ করতে পারেননি। এতে তিনি মৃত্যু বরণ করেন।
পারিবারিবক সূত্র জানায়, তার বাবাা না থাকায় তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। তিনিই তার ছোট দুই বোন ও নিজের পড়ালেখাসহ পরিবারের যাবতীয় খরচ বহন করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
এসএন