ঢাকা ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়
প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরছে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মমুখর লোকজন। রোববার থেকে অনেকেরই খুলবে অফিস তাই সদরঘাটে বেড়েছে যাত্রীর চাপ। ঢাকামুখী মানুষের ভিড়ে ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ।
সকাল থেকেই সদরঘাটে লক্ষ্য করা গেছে কর্মব্যস্ততা। হকারদের হাক ডাকে মুখর ছিল সদরঘাট এলাকা। বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ বিভিন্ন জায়গা থেকে ঢাকায় (সদরঘাট) ফিরছে এমন লঞ্চগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ফাঁকা নেই কোনো লঞ্চের কেবিন ও ডেক। আরও দুই একদিন যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালী থেকে আসা সুমন মিয়া জানান, ছুটি শেষ তাই ঢাকায় ফিরছি। লঞ্চে বাড়তি ভাড়া নেয়নি, আমরা সুন্দরভাবেই ঢাকা এসে পৌঁছেছি।
বরিশাল থেকে ঢাকায় আসা রহমান হুসাইন জানান, সুন্দরভাবেই ঢাকা এসেছি, যদিও একটু ভিড় ছিল কিন্ত তেমন সমস্যা হয়নি।
সুরভী লঞ্চের স্টাফ সবুজ জানান, কয়েকদিন হলো যাত্রীর বেশ চাপ, আরও কয়েকদিন থাকবে। আমাদের লঞ্চে কোনোরকম বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, আগের ভাড়াতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা।
এ বিষয়ে সদরঘাট নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানান, ঈদ যাত্রা যেন সুন্দর হয় সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। কোনো ধরনের কোনো ঝামেলা লক্ষ করা যায়নি, ভাড়াও বেশি নেওয়া হয়নি। যাত্রীদের যেন ভোগান্তি না হয় আমরা সে দিকটি দেখছি।
এমএমএ/