রাজধানীতে ছুরিকাঘাতে 'পুলিশের সোর্স' নিহত
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী মাছ আড়ত এলাকায় জুয়া খেলতে বাধা দেওয়ায় আশরাফুর রহমান মোল্লা (৫৪) নামে এক মাছ ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক মিজানুর রহমান জানান, আশরাফুর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। যাত্রাবাড়ী আড়তে মাছের ব্যবসা করতেন। পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করতেন। বিকালে জানতে পারি তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে আশরাফুরের মরদেহ দেখতে পাই।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী আড়তের পাশে শ্যামলসহ কয়েকজন মাছের আড়তের পাশে তাস দিয়ে জুয়া খেলতেন। সোমবার (১০ জুলাই) আশরাফুর তাদের আড়তের পাশে জুয়া খেলতে নিষেধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় আশরাফুরের। আড়তের পাশেই আশরাফুরকে একা পেয়ে শ্যামলসহ কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
নিহত আশরাফুর বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত তোফায়েল আহমেদ মোল্লার ছেলে। তিনি স্ত্রী হোসনে আরা ও ৪ সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিচিত শ্যামল নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশরাফুরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে এবং শ্যামলকে আটকের চেষ্টা চলছে।
এএইচ/এসজি/