ডিএসসিসির ৫৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরুর পর ৯ ঘণ্টায় (দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত সময়ে) এ বর্জ্য অপসারণ করা হয়।
শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫নং ওয়ার্ড।
এ ছাড়া ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪নং ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে এরই মধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের অধিক বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
এদিকে শনিবার (৯ জুলাই) রাত ১১টা থেকে রবিবার রাত ১১টা পর্যন্ত অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।
আরইউ/এসজি/