সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই সিটির ১৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ
কোরবানি ঈদের প্রথম দিনে রবিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১১টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়।
দুই সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৮০ শতাংশ অপসারণ করা হয়েছে। এর মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে ১১টি ওয়ার্ডে। এগুলো হচ্ছে- ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড।
এদিকে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
দক্ষিণের মেয়র ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদের (সিআই-কনজারভেন্সি ইন্সপেক্টর) দক্ষিণ সিটির নিজস্ব ফেসবুক গ্রুপে লাইভে (সরাসরি) সংযুক্ত হয়ে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আরইউ/এনএইচবি/এসজি/