হাতুড়ি পেটায় মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার
ঢাকার দক্ষিণখানে নাতনিকে চড় মারায় বাবার হাতুড়ি পেটায় প্রাণ হারাতে হলো মেয়েকে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দক্ষিণখান থানার কাজীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, বুধবারের ওই ঘটনার দুই দিন পর শুক্রবার রাতে মারা যান সালমা আক্তার (২৭)। পরে তড়িঘড়ি করে তার লাশ দাফনের সময় সালমার বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, কাজীপাড়ার বাসায় মেয়েকে কলা খাওয়াচ্ছিলেন সালমা। কিন্তু কলা না খেতে চাওয়ায় মেয়েকে থাপ্পড় দেন তিনি। সে সময় পাশেই হাতুড়ি নিয়ে কাজ করছিলেন সালমার বাবা গাড়ি চালক আব্দুল হাকিম। মায়ের থাপ্পড় খেয়ে নাতনির কান্না দেখে সহ্য করতে না পেরে হাতে থাকা হাতুড়ি দিয়ে সালমার মাথায় আঘাত করে বসেন আব্দুল হাকিম।
এসআই রেজিয়া খাতুন বলেন, হাতুড়ির আঘাতে সালমার অবস্থা খারাপ হলে তাকে উত্তরা কেসি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। পরে শুক্রবার উত্তরা শিন শিন জাপান হাপাতালের আইসিইউতে নেওয়া হলে রাত ১২টার দিকে সালমার মৃত্যু হয়। ঘটনাটি তারা গোপনের চেষ্টা করছিলেন।
তিনি আরও বলেন, “সালমার পরিবারের সদস্যরা লাশ হাসপাতাল থেকে নিয়ে দাফনের সব ব্যবস্থা নিয়েছিল। কিন্ত পুলিশ খবর পেয়ে সেই বাসায় যায়।”
এসআই রেজিয়া জানান, গ্রেপ্তারের পর সালমার বাবা হাকিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসআইএইচ