গরু বেপারীদের পুলিশের সহযোগিতা নিতে বললেন আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গরুর হাটের বেপারীরা যেন নিরাপদে অর্থ নিয়ে বাড়িতে ফিরতে পারেন সেজন্য পুলিশের সহযোগিতা নিতে পারবেন। তাদের সহযোগিতা করতে পুলিশ সদস্যরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
শনিবার (৯ জুলাই) রাজধানীর কমলাপুর গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিম মহাপরিদর্শক বলেন, হাটে গরুর বেপারী, ক্রেতা এবং হাট কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। তাদের কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা জানার চেষ্টা করেছি।
তিনি বলেন, হাটের সার্বিক ব্যবস্থাপনায় আমরা কোনও ধরনের কোনও অভিযোগ এখনও পাইনি। অনেক সময় হাসিল নিয়ে অভিযোগ থাকে। এবার হাসিল নিয়ে কারো কোনও অভিযোগ পাইনি।
বেনজীর আহমেদ বলেন, করোনার সংক্রমনের বিষয়টি মাথায় রেখে হাট পরিচালনার জন্য হাট কর্তৃপক্ষকে বলেছি, যারা মাস্ক ছাড়া আসবে তাদের যেন মাস্কের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, বিভিন্ন বছরে দেখা গেছে যে গরুর বেপারীরা অসুস্থ হয়ে যান। খাওয়া-দাওয়ায় তাদেরকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া তারা যাতে গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে পারেন সেই বিষয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য বলেছি।
সার্বিক ঈদ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান আইজিপি।
এনএইচবি/এসআইএইচ