রাজধানীতে পুলিশের সোর্স হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
রাজধানীর কদমতলীতে পুলিশের সোর্স জাকির হোসেনকে হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. ইমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ জুলাই) র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় কয়েকজন দুর্বৃত্ত পুলিশের সোর্স ও সিএনজি চালক জাকির হোসেনকে ছুরি দিয়ে বুকে, পেটে ও পিঠে আঘাত করে। স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জাকির হোসেনের স্ত্রী কদমতলী থানায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করেছে যে, জাকিরের হত্যাকাণ্ডে সে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান র্যারের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/