যুক্তরাষ্ট্রে বসে অফিস করার অনুমতি পেলেন না ওয়াসা এমডি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে বসে অফিস করা সংক্রান্ত একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে ওয়াসা বোর্ড।
বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা বোর্ডের সদস্যদের তীব্র বিরোধীতার মুখে এমডি ‘ভার্চ্যুয়াল অফিস’ প্রস্তাব নাকচ হয়ে যায়।
ঢাকা ওয়াসার সর্বোচ্চ ফোরাম ১৩ সদস্যের ওয়াসা বোর্ড। বৃহস্পতিবারের বোর্ড সভায় ১২ সদস্য উপস্থিত ছিলেন। এজেন্ডা ছিল ৯টি। এর মধ্যে এমডির ভার্চুয়াল অফিসের বিষয়টিও ছিল।
ওয়াসা বোর্ডের অন্যতম সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীজ আজাদ জানান, তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে বসেই অফিস করতে চেয়েছিলেন। বোর্ড তাকে সেই অনুমতি না দিয়ে দুই মাসের ছুটি দিচ্ছে। তিনি পূর্ণকালীন ছুটিতে থাকবেন এবং ভার্চুয়ালি অফিস করতে পারবেন না।
গত বছরের ২৫ এপ্রিল তিন মাস যুক্তরাষ্ট্রে থাকাকালে তাকসিম এ খান ভার্চ্যুয়াল অফিসের অনুমতি নিয়ে গিয়েছিলেন। স্পেনে এবং নেদারল্যান্ডসে দুটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও ছুটি না নিয়ে ভার্চুয়াল অফিসের অনুমতি নেন।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান তাকসিম এ খান। তার পুরো পরিবার যুক্তরাষ্ট্রে থাকায় তাদের সঙ্গে সময় কাটানোর জন্য প্রায় প্রতিবছরই তিনি নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন।
কিন্তু কোনোবারই তিনি কাউকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দিয়ে যান না। গত ১২ বছরের মধ্যে এবারই প্রথম ভারপ্রাপ্ত এমডি করা হচ্ছে কাউকে।
আরইউ/এমএমএ/