দর্শকদের নজর কাড়ছে ৩২ মণের 'ব্ল্যাক টাইগার'
রাজধানীর কমলাপুর কোরবানির পশুর হাট। গেট দিয়ে ঢুকতেই ডানে বাঁধা রয়েছে বিশালাকৃতির একটি গরু। গরুটিকে ঘিরে বেশ বড় একটা জটলা।
গরুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিকে গরুটি সম্পর্কে জিজ্ঞাসা করতেই আরেক ব্যক্তিকে দেখিয়ে বললেন, আমার ছোটভাইকে জিজ্ঞাসা করুন।
তারপর কথা হয় তার ছোটভাই তরিকুলের সঙ্গে। তরিকুল জানান, তার গরুটির নাম রেখেছেন 'ব্ল্যাক টাইগার’। এই নামের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি বললেন, আমার গরুটির দিকে তাকিয়ে দেখেন। কোন চর্বি নাই। শুধু মাংস আর মাংস। সামনে-পেছনে বাঘের মতো সমান। ‘সিক্স প্যাক’ শরীর বলতে যা বোঝায় আমার গরুর শরীরও তাই।
তরিকুল বলছেন, এমন বড় অন্য গরু দেখেন। শুধু চর্বি আর চর্বি। আমার গরুটি সামনে পেছনে একই রকম। কোথাও কোনো মেদ নাই।
ব্ল্যাক টাইগারের ওজন ১২৭৪ কেজি বা ৩২ মণ। বয়স ৫ বছর। দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ৬ লাখ টাকা। তরিকুল ৬ লাখ টাকায় বিক্রি করবেন না।
তরিকুলের দাবি গরুটি শাহীওয়াল জাতের। দেশি জাতেরই ব্রিডিং। প্রতিদিন ৭০০ টাকার খাবার খায় ‘ব্ল্যাক টাইগার’।
আরইউ/এমএমএ/