বিমানের সংঘর্ষে তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই বিমানের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই তদন্ত কমিটির প্রধান রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) মো. মহিদুল ইসলাম।
এ ছাড়া আরও রয়েছেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান ও সিএ) নজরুল ইসলাম সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (এয়ারওয়ার্দিনেস স্টান্ডার্ড) আব্দুল কাদের, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।
রবিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই উড়োজাহাজের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
কেএম/এমএমএ/