রবিবার তিনটি ছাদে লার্ভা সনাক্ত করেছে ডিএনসিসির ড্রোন
ড্রোন দিয়ে বাসাবাড়ির ছাদে এডিস মশার লার্ভা সনাক্ত করার পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর অংশ হিসেবে রবিাবর (৩ জুলাই) মোট তিনটি ছাদে লার্ভা সনাক্ত করা গেছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, অঞ্চল-১ (উত্তরা)-এ সার্ভেকৃত মোট বাড়ির সংখ্যা ২১৯টি। ছাদ বাগানের সংখ্যা ৫২ টি। ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস ১৪টি। লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা একটি।
অঞ্চল-২ (মিরপুর)-এ সার্ভেকৃত মোট বাড়ির সংখ্যা ১৯৫টি। ছাদবাগানের সংখ্যা ৩১টি। ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস ১০টি। লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা একটি।
অঞ্চল-৩ (মহাখালী)-এ সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা ২৫০টি। ছাদ বাগানের সংখ্যা ৫টি। ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস একটি। লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা একটি।
অঞ্চল-৪ (মিরপুর)-এ সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা ১৮২টি। ছাদবাগানের সংখ্যা ১১টি। ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস ৫টি। কোনো বাড়ির ছাদেই লার্ভা পাওয়া যায়নি।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার)-এ সার্ভেকৃত মোট বাড়ির সংখ্যা ২২৭ টি। ছাদ বাগানের সংখ্যা ২১টি। ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ১৪টি। কোনো বাড়ির ছাদেই লার্ভা পাওয়া যায়নি।
আরইউ/এমএমএ/