মাল্টিপারপাসে প্রতারণার অভিযোগ
কারওয়ান বাজার অবরোধ করে বিক্ষোভ
রাজধানীতে একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কারওয়ানবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার (৩১ মে) সকালে গার্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকরা মিছিল নিয়ে সড়ক অবরোধ করে। এসময় কারওয়ান বাজারের ব্যস্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সড়ক অবরোধের কারণে কর্মব্যস্ত নগরবাসী ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের আশ্বাসে আধাঘণ্টা পর সড়ক ছেড়ে দেন বিক্ষুব্ধরা।
ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে টাকা জমা করেছেন। সম্প্রতি টাকা ফেরত চাইলে, সমিতির ১১ জন মালিক প্রতিষ্ঠানটি ছেড়ে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। গ্রাহকদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগী রোজিনা বেগম, আলাউদ্দিন ও আসমা বেগম বলেন, সামান্য লাভের আশায় আমরা টাকা সঞ্চয় করেছিলাম অবশেষে তা হারিয়ে গেল।
কেএম/এএজেড