মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ হাসপাতালকে জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরে কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ার ও বাবর রোডের তিনটি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। হাসপাতালগুলোর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও ওষুধ রাখায় এই জরিমানা করা হয়। সোমবার (৩০ মে) ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিনা আক্তার ও মাগফুর রহমানের নেতৃত্বে মোহাম্মদপুরের বাবর রোড ও মুক্তিযোদ্ধা টাওয়ারে এই অভিযান চালানো হয়। এভাবে সারা দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে প্রায় আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের অভিযানে মোহাম্মদপুরের বাবর রোডের বিডিএম হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন রাখার দায়ে পঞ্চাশ হাজার টাকা ও ঢাকা ল্যাবকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রাখার দায়ের যমুনা জেনারেল হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা এবং রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতালকে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিনা আক্তার বলেন, ‘কোনো হাসপাতাল বা যেকোনো প্রতিষ্ঠান ভোক্তাদের কাছে দাম বেশি রাখলে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে সঙ্গে সঙ্গে ওই ভোক্তা অবহিত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৪২ জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ৮৪টি প্রতিষ্ঠানকে প্রায় আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ভোক্তাদের লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,৬২৫ টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
জেডএ/এএজেড