জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন
নোয়াখালীর কবিরহাট থানার নবাবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুনের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মে) রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে আসামী মো. আব্দুল হাই ওরফে মাস্টারকে (৪৩) গ্রেপ্তার করে। সোমবার (৩০ মে) মালিবাগে সিআইডির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, খুনের ঘটনায় নিহতের স্ত্রী মামরা করলে ঘটনার সাথে মো. আব্দুল হাই ওরফে মাস্টার এর সংশ্লিষ্টতা পাওয়া যায়। এলআইসির একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে ভিক্টিমের আপন ছোট ভাই আব্দুল হাই ওরফে মাস্টারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তাররা ৫ ভাই ও ৫ বোন। সবাই বিবাহিত। সব ভাই একই বাড়ীতে বসবাস করলেও পৃথক ঘরে ভিন্নভাবে সংসার করে। সে অন্যান্যদের চেয়ে প্রায় ৪০ শতাংশ জমি বেশি ভোগ করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
তিনি বলেন, গত ২১ মে বিকেলে বাড়ীর উঠানে তার বড় ভাইয়ের সাথে জমি বুঝিয়ে দেয়ার বিষয়ে আলাপ-আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে সে ঘরে থাকা লাঠি বের করে তার বড় ভাই দেলোয়ার হোসেনের মাথা লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করলে তার ভাই গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহতের চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখমপ্রাপ্ত দেলোয়ার হোসেনকে নোয়াখালীর মাইজদী সদরের গুডহিল হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে এ্যাম্বুলেন্সে উঠানোরে আগেই একই দিনি সন্ধ্যায় সে মৃত্যুবরণ করে।
কেএম/এএজেড