অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে ৫০ হাজার টাকা জরিমানা
অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে, যা শেষ হচ্ছে আজ রোববার (২৯ মে)। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতাল লিমিটেডকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৯মে) দুপুরে ১টার পরে অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
অভিযানে দেখা যায়, হাসপাতালটির ল্যাবে কয়েক মাস পুরনো কিট পাওয়া যায়। যেগুলো দিয়ে রোগীদের ইউরিন টেস্ট করা হতো। এছাড়া হাসপাতালটির নিজস্ব ফার্মেসিতে কয়েক ধরণের ওষুধের মেয়াদ উত্তীর্ণ ছিল। পরে ভোক্তা-অধিকারের আইনে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার।
অন্যদিকে অভিযানে হাসপাতালটির লাইসেন্স চেক করা হয়। তবে, হাসপাতালটি অনুমোদিত বলে সাংবাদিকদের জানান অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জানা যায়, শনিবার অভিযানের প্রথম দিনে নাটোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, সিলেট, পাবনা, চট্টগ্রাম, সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৮৮টি হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা এবং সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার ঢাকাসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অবৈধ হাসপাতাল ক্লিনিকের তথ্য নিয়ে কাজ করছে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছেন। জানাযায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, রাজধানীর বাড্ডা নতুন বাজার ও চকবাজার এলাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান অব্যাহত রেখেছে।
কেএম