চলন্ত বাসে ধর্ষণ : দায়ীদের শাস্তি দাবি
নারায়ণগঞ্জের মদনপুরে বাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী এ দাবি জানান।
বিবৃতিতে তারা ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সড়ক পরিবহন শ্রমিকদের কপালে চরম দুর্নাম লেপনকারী মুষ্টিমেয় শ্রমিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টির দাবি জানাই আমরা।
গত ১৯ ডিসেম্বর রাত ১০টার দিকে গাউছিয়ায় যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে মুক্তিযোদ্ধা পরিবহনের একটি বাসে ওঠেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। চিটাগাং রোড বাসস্ট্যান্ডে গেলে সব যাত্রী নেমে যান। তখন বাসে একা ছিলেন তিনি।
মদনপুর জাহিন টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সুপারভাইজার ও হেলপার বাসের দরজা-জানালা লাগিয়ে উচ্চশব্দে গান ছেড়ে দেয়। এরপর গৃহবধূকে ধর্ষণ করে চালক, সুপারভাইজার ও হেলপার। একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে চালকের পা ধরে কান্না শুরু করেন ওই নারী। তাকে বাস থেকে নামার সুযোগ দিলে তিনি আড়ালে গিয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বাসচালক নুরুল হক (২১), কন্ডাক্টর শান্ত (১৬) ও হেলপার বুলেট (১৪)। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
আরইউ/