সারাদেশে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারাদেশে স্কুল ও জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের হলরুমে আয়োজিত বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এবং বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
আতিকুল ইসলাম বলেন, মহান বিজয়ের মাসে ভলিবলে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে একইসঙ্গে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্থান এবং উজবেকিস্থান এ ৬টি দেশের অংশগ্রহণে আগামী ২৩ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
মেয়র বলেন, যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ’খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১।
বক্তৃতা শেষে মেয়র আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে অত্যন্ত মনোরম পরিবেশে ’বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এবং ’বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন'স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এর লোগো ও ট্রফি উন্মোচন করেন।
আরইউ/এসআইএইচ