পুলিশের ভুয়া ফেসবুক পেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মারুফ হাসান ওরফে শ্রাবণ ওরফে তাজবীর খান ও মো. রওশন হোসেন।
সুরঞ্জনা সাহা বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেজ পরিলক্ষিত হয়। চক্রটি ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা করে আসছিল।
সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, এ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত দু'টি মোবাইল, চারটি সিমকার্ড ও বিতর্কিত ফেসবুকটিসহ ২৩টি ভুয়া ফেসবুক আইডি ও ৩২টি ই-মেইল আইডি জব্দ করা হয়েছে।
কেএম/এএজেড